রেলিং এ শুকোয় শাড়ী পাঁচিলে শুকোয় ঘুঁটে
ঘাস গুলো সব শুকিয়ে শুকিয়ে শেষ-মেশ গেছে উঠে
পাড়ার ছোট্ট পার্ক ঘাস নেই আছে ধুলো
ঘাসের অভাব পরোয়া করে না সবুজ বাচ্চা গুলো
বেঞ্চি গুলোর কাঠ রোদে পোড়ে জলে ভেজে
সমকাল এসে বসেছে সেখানে আহত প্রেমিক সেজে
বেঞ্চি গুলোর কাঠ রোদে পোড়ে জলে ভেজে
সমকাল এসে বসেছে সেখানে একা চ্যাপলিন সেজে
পাড়ার ছোট্ট পার্ক ঘাস নেই আছে ধুলো
ঘাসের অভাব পরোয়া করে না সবুজ বাচ্চা গুলো
লোহার গেট এর পাশে উনুন ধরায় কারা
রেলিং ঘেঁসেই সংসার করে ক জন বস্তু হারা
একটু দুরেই আছে ক্যাঁচক্যাঁচে টিপকল
পড়ন্ত বেলা বালতি কে বলে চল রে জল কে চল
এদিকে ওদিকে দেখো কিছু গাছ আছে বাকি
এই আকালেও আনাগোনা করে নাছোড়বান্দা পাখি
পাড়ার ছোট্ট পার্ক ঘাস নেই আছে ধুলো
ঘাসের অভাব পরোয়া করে না সবুজ বাচ্চা গুলো
বিবর্ণ গাছ গুলো ধুলোয় ধুসর পাতা
বেগতিক দেখে ক্লান্ত সময় গোটায় জামার হাতা
পাড়ার ছোট্ট পার্ক ঘাস নেই আছে ধুলো
ঘাসের অভাব পরোয়া করে না সবুজ বাচ্চা গুলো
ল্যাম্প পোস্টএর বাল্ব গুলতির ঢিলে ভাঙ্গা
সেটাকে ঘিরে খেলছে মেয়েরা খেলছে কুমীর ডাঙ্গা
চোর চোর খেলা হলে ল্যাম্প পোস্ট হয় বুড়ি
ভাদ্দুরে রোদে বৃথাই হাঁকায় নিরুদ্দিষ্ট ঘড়ি
বিকেল বেলার রোদে বাচ্চার ভীর বাড়ে
খেলতে খেলতে পড়ে যাওয়া ছেলে প্যান্ট এর ধুলো ঝাড়ে
বাস্তুহারার খুঁটি মেটায় খেলার স্বাদ
ঘাস উঠে যাওয়া ধুসর পার্ক এ শিশুর সাম্যবাদ
পাড়ার ছোট্ট পার্ক ঘাস নেই আছে ধুলো
ঘাসের অভাব পরোয়া করে না সবুজ বাচ্চা গুলো