বৃহত্তর টরন্টোর বাংলা-ভাষীদের বহু প্রতীক্ষিত ‘প্রমিনেন্ট প্রত্যয়ে’ র “নবান্ন উৎসব” পালিত হয়েছে গত ১৯ শে অক্টোবর,২০১৯ এর সন্ধ্যায়,৯ ডয়েস রোডে ‘রয়েল ক্যানাডিয়ান লিজিওন’ হলে I
প্রথমেই প্রমিনেন্ট প্রত্যয়ের নিজস্ব শিল্পী এবং সদস্যরা প্রত্যয় ব্র্যান্ড এর লগো ছাঁপানো শাড়ী এবং পাঞ্জাবী পড়ে কানাডা ও বাংলাদেশের ‘জাতীয় সংগীত’ পরিবশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এর পর শিল্পীরা সমবেত ভাবে আমাদের জাতীয় কবি ‘কাজী নজরুল ইসলাম’ রচিত প্রত্যয়ের লোগো সংগীত “মোরা ঝন্ঝার মতো উদ্দাম” এবং ধান উঠানো, ধান ভানা এবং নবান্ন উৎসব কে ঘিরে রচিত বিভিন্ন গান পরিবেশন করেন I বাঙালির চিরায়ত ঐতিহ্য,কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হয় নবান্নের এই উৎসবে; এ আনন্দযজ্ঞে শিল্পীরা ক্রমান্বয়ে নৃত্যানুষ্ঠান, দেশাত্ববোধক, নজরুল, রবীন্দ্রনাথ, লালন, হাছন রাজা, শাহ আবদুল করিমের গান এর সুরের মূর্ছনায় একটি চমৎকার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন দর্শকদের।
সন্ধ্যা ৭টা থেকে একটানা রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠান চলে উপচে-পড়া দর্শক সমাগমে I ছায়ানটের ছাত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীতে চ্যাম্পিয়ন ‘রুমা মোদক ‘ অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা এবং উপস্থাপনা করেন। অনুষ্ঠানে বিটিভি-র ‘মাসুদ করিম’র জোকস সবাইকে আনন্দ দেয়। অরুনা হায়দার পরিচালিত ‘সুকন্যা নৃত্যাঙ্গন’ এর নতুন প্রজন্মের নৃত্যশিল্পীরা মনমাতানো নৃত্য প্রদর্শন করেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশনায় ছিলেন শিশুশিল্পী আসিফা, ফাইরোজ এবং ফাইয়াজ; প্রত্যয় প্রসিডেন্ট ওমর ফারুক, রুমা মোদক, দেওয়ান হক, মৌসুমী, রবার্ট বৈদ্য, সোহেল রহমান, লিটন কাজী, রিংকু, আজিজা ফারুক, হুসনেআরা মনি, রাজিয়া চৌধুরী লিপি, মৌ বেগম, কামনা ইসলাম, লুৎফা খান, নিয়াজ খান সহ আরো অনেকে এবং এই মহৎ সংগঠনটির প্রতিষ্ঠাতা জনাব ‘কামরু ভূঁইয়া’। অনুষ্ঠানে দর্শকদের বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় টিভি শিল্পী ‘মুক্তা সারওয়ারের’ এর মনমাতানো জনপ্রিয় সব লোকগীতি এবং আমাদের লোকসংগীতের প্রবাদ পুরুষ ‘শাহ আব্দুল করিম’ এর গান।
“নতুন ধানের চিড়া দিব, নতুন ধানের খই, নতুন ধানের পিঠা করেছি, পড়শিরা সব কই?” এই ছড়াকে উপজীব্য করে আমাদের সদস্য ‘মৌসুমী’ র সহায়তায় প্রচুর পরিমানে নবান্নের পিঠা-পুলির আয়োজন করা হয় এবং উপস্থিত দর্শকবৃন্দ প্রানভরে নবান্নের পিঠা-পুলি উপভোগ করেন। পিঠার স্টলে লোকসমাগম ছিল চোখে পড়ার মতো I
‘প্রত্যয়’ এর প্রতিষ্ঠা ১৯৯২ সালে ঢাকার মিরপুরে I প্রত্যয়ের সদস্যরা তখন থেকেই ‘রক্তদান’ অনুষ্ঠান, ‘কানাডিয়ান ক্যান্সার সোসাইটি’ সহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজে স্বেচ্ছাসেবা দিয়ে আসছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা জনাব ‘কামরু ভূঁইয়া’র সাথে হাত মিলিয়ে I ‘প্রত্যয়’ শুরু থেকেই মানব সেবার কাজে নিয়োজিত এবং ভবিষ্যতেও থাকবেন এই বলে আশা ব্যক্ত করেন জনাব ‘কামরু ভূঁইয়া’ I
প্রত্যয়ের শিল্পীরা সবাই হারমোনিয়াম, তবলা ও ঢোল বাঁজিয়ে দেশীয় মৌলিক সংগীত পরিবেশন করেন বিধায় অনুষ্ঠানে উপস্থিত দর্শক প্রচন্ড আগ্রহ নিয়ে পরিচ্ছন্ন এই অনুষ্ঠানটি উপভোগ করেন I
অনুষ্ঠানটির জনমুখী চরিত্র একে জাতীয় উৎসবের অঙ্গনেই পৌঁছে দেয়, বিশেষ করে এর সর্বজনীনতার বৈশিষ্ট্য বিচারে।প্রতিবারের ন্যায় এবারের ‘নবান্ন উৎসব’ও বৃহত্তর টরন্টোর বাংলাভাষীদের কাছে খাঁটি বাঙালিয়ানা সংষ্কৃতির সফল চর্চার আরেকটি মাইলফলক হয়ে থাকবে।