ঘটনাকাল ২৯ রোজার দিবাগত রাত। আমেরিকার বিভিন্ন জামে মসজিদে তুমুল হট্টগোল। একপক্ষ বলছে, সৌদি ঘোষণানুযায়ী কাল ঈদ। আর একপক্ষ বলছে নিজ চোখে চাঁদ না দেখা পর্যন্ত ঈদ হবে না। এক পর্যায়ে একদল বের হয়ে গেলো, আর একদল তারাবি নামাজে দাঁড়িয়ে গেলো। ফলে ঈদ হলো দুই দলের দুই দিন। আমরা প্রথম দিন ঈদের নামাজ পড়লাম। সহকর্মী বন্ধু ফোন করে বললো, তোরা তো ” ওয়াবী ঈদ ” করলি।
…ঈদ শেষ হয়ে গেছে,, কিন্তু মাথায় ঢুকে গেছে ” ওহাবী ঈদ”।
গোবর ভর্তি মাথায় অনেকগুলো গোবরে পোকা নানান কিসিমের শব্দ করে বলছে,,,,,
আর কয়েক বছরের মধ্যেই আসছে,,,
ওয়াবী ঈদ / হানাফি ঈদ/ মালেকি ঈদ/ হাম্বলী ঈদ/ শাফি-ই ঈদ/ খারেজী ঈদ/ আসেকী রাসুল ঈদ/ আটরশি ঈদ/ চরমোনাই ঈদ/ হাট হাজারী ঈদ / পাকিস্তানি ঈদ/ ভারতীয় ঈদ সহ ইত্যাদি ইত্যাদি ধরনের প্রভৃতি ঈদ।
আলহামদুলিল্লাহ।
…..হে মহান আল্লাহ, তোমার দরবারে আকুল প্রার্থনা করি। ইসলামকে মুসলমানদের হাত থেকে রক্ষা করো।
..আমিন।