ফ্লোরিডা থেকে:-
ঘুমাচ্ছিলাম , ইদানীং ঘুম জুড়ে থাকে নানা অস্বস্থি,অস্থিরতা । কারা যেন ডাকল :”চল আমাদের সাথে”। চেহারা দেখলাম না, কন্ঠ চিনলাম । হাঁটতে শুরু করলাম পাশাপাশি । নীচের দিকে একটা দীর্ঘ সিঁড়ি বেয়ে , যা নেমেই চলেছে নীচ থেকে নীচে। অনেক দীর্ঘ সময় হাঁটলাম । পিঠে একটি ব্যাক প্যাক। কোন এক জায়াগায় একটি প্লাটফর্মে দাঁড়িয়ে একটি গ্রুপ সেলফী তুললাম । সেখান থেকে দূরে অদ্ভুত সবুজ বন্ধুর পাহাড় ও উপত্যকা দেখা যাচ্ছিল, কিছু কিছু গাছ নড়ছিল বাতাসে , কিছু কিছু লতা আঙুর লতার মত, যেমনটা দেখেছিলাম ইতালীর তাস্কানির গিলমিনিয়ানো শহরের উচুতায় দাঁড়িয়ে । তুলনামূলক এই চিত্রকল্পটি মনে হল আসলে জেগে ওঠার পর । ঘুমের ঘোরে দেখেছি নামহীন গোত্রহীন পাহাড়ী সৌন্দর্যই শুধু , তা ইতালী না ককেশিয়া বোঝার উপায় ছিলনা । ককেশিয়ায় ধবলকেশী এলব্রুসের অধিত্যকায় দাঁড়িয়ে তৈমুর যেমন বিস্মিত দৃষ্টি মেলে তাকিয়েছিল দিগন্ত থেকে দিগন্তে , পাহাড় থেকে পাহাড়ে , স্তেপ থেকে স্তেপে আমার দৃষ্টি ছিল সেই ভাবে বিস্মিত ।