সকালের এক পশলা বৃষ্টিতে
স্নান করে উঠলো পৃথিবী
চারপাশের স্নিগ্ধ সুন্দর আলো
পরশ বুলিয়ে দিচ্ছে নরম আদরে
গাছের পাতায় ঘাসের শিশিরে।
আর তারই শিহরনে দ্যুতি ছড়াচ্ছে
প্রকৃতি অকৃপণভাবে ঝলমলিয়ে।
আমাদের ছোটো উঠোনটায় দুটো টুনটুনি
হেটে বেড়াচ্ছে আনন্দে আর ভালবাসায় ।
তুমি ঘুমাচ্ছো অঘোর ঘোরে
যেন নেই তোমার কোন জাগতিক ভাবনা।
আমি দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়
একসাথে প্রকৃতি দেখবো বলে।
তোমার কপালে হাত রাখতেই
তুমি চোখ মেললে আমার পানে
একদৃষ্টে তাকিয়ে আছো একরাশ মুগ্ধতা নিয়ে
আমি উঠার তাড়া দিতেই বললে
প্রকৃতি নয় আমি আজ শুধু দেখবো তোমাকেই।
(ছবি:-সৈজন্যে The sights and sounds)