না, কোন অভিযোগ নেই
নেই অভিমান
বাস্তবতার শৃঙ্খলমুক্ত হতে পারবে না কোনদিনও
প্রাণ ভরে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে
খোলা আকাশের দিকে তাকিয়ে দেখার ফুসরত
হয়নি কখনো তোমার!
ছোট্ট পাখি শ্যামা, টিয়ে যেমন ভাল থাকে খাঁচায়
কথা বলে, গান গায়
বাটিতে দেয়া খাবারে থাকে তৃপ্ত
তোমাকে আমার মনে হয় ঠিক ঐ পাখি মতোই!
খাঁচা খুলে দিলেও ওড়ে না সে
থাকে আপন গন্ডিতে ।
মাঝে মাঝে মনে হয়
তুমি কল্পপুরীর বন্দি রাজকুমারী।
সোনার কৌটায় জানটা পুরে
রাক্ষসরা যেমন থাকে পাহারায়
তেমনি তুমিও থাকো কোন সোনা রুপার পালঙ্কে
তোমার কপালে সোনার কাঠি ছুঁয়ে দেয়ার কেউ নেই
তুমি ঘুমিয়ে থাকবে হাজার হাজার বছর।
আমি তো গল্পকথার রাজকুমার নই
নেই কোন ইন্দ্রজালের সম্মোহন
পারিনি তোমাকে ইন্দ্রধনুর সাত রঙে সাজাতে
পারি নি সাগরের তলদেশ থেকে তুলে আনতে চুনি পান্না
শোনাতে পারি নি ঝর্ণা আর মায়াবী হ্রদের কলতান
এ আমারই অক্ষমতা!
তাই তোমার প্রতি নেই কোন অভিযোগ
নেই কোন অভিমান!