তোমার দৃষ্টি খুব তিক্ষ্ণ
তবুও যা দেখা যায়না তা তুমি দেখবে কি করে ?
হ্যামিলিওনের বাশীওয়ালা ছিল খুব লম্বা
পৃথিবীতে খাটো মানুষ অনেক।
আমার চোখ তো জলের বাটি
দেখি অন্য কিছু দিয়ে
সব কি আর দেখা যায়?
তোমার বুকে এক গাঁদা কাপড় ,
তার নীচে স্তন, ত্বক, পেশী ও হাড়
মন গহীনে কোথাও
সূর্যের আলো সমুদ্রের মেঝেতে পৌঁছায়না।
যা মনে হয় তা কেবলই ধারণা
ধারণা ও বাস্তবতা এক নয়
অন্তত সব সময় নয়।
গতকাল সোনালী হলেও আজটা ছাই
সব বাঁশীওলার বাশী একসুরে কোনদিন বাজেনি ।
জানুয়ারী ১৮,২০১৭