খুব ছোটবেলায় রাতে ঘুম পাড়ানোর জন্য মা, বোন কিছু মজার মজার গল্প শুনাতো। আর সেই গল্প শুনতে শুনতে কখন যে এক কল্পনাময় রাজ্যে হারিয়ে যেতাম। এমনই একটা গল্প আজ খুব মনে পড়ছে।
সংক্ষিপ্ত করে লিখলাম।
★
দুটো প্রজাপতি একে অপরকে ভালোবেসে ফেলে। তারা খুব সুখেই তাদের জীবন কাটাতে থাকে। একদিন এক বসন্তের দুপুরে পরন্ত রোদের সাথে খেলা করতে করতে, ছেলে প্রজাপতিটি মেয়ে প্রজাপতিটিকে প্রশ্ন করে যে, … তুমি আমায় কতটা ভালোবাসো? মেয়ে প্রজাপতিটি বলে অনেক বেশি। ভালবাসার যে সংজ্ঞা সবাই জানে তারচেয়েও অনেক বেশি ভালবাসি আমি তোমায়। তখন ছেলে প্রজাপতিটি বলে ঠিক আছে তাহলে একটা শর্ত ধরা যাক। একটি নির্দিষ্ট ফুল দেখিয়ে ছেলে প্রজাপতিটি বলে, কাল সকালে আমাদের দুজনের মাঝে প্রথম যে, এই ফুলটির উপরে বসবে তার ভালবাসা সবচেয়ে বেশি। মেয়ে প্রজাপতিটি মেনে নেয় এবং অরা দুজন ওখান থেকে চলে যাই। পরদিন ভোর হবার আগেই ছেলে প্রজাপতিটি ওই ফুলটির কাছে চলে যায় এবং ফুলটির খোলার অপেক্ষায় বসে থাকে। কিছুক্ষন পর যখন ফুলটি খুলে যায় দেখে তার মাঝে তার প্রেমিকা প্রজাপতিটি মরে পড়ে আছে। সে কাঁদতে কাঁদতে ফুলকে জিজ্ঞেসা করে যে কি হয়েছে তার প্রেমিকার।ফুলটি বলে তোমাকে সে বেশি ভালবাসে তার প্রমান দিতে সে রাতেই এসে বসেছিল আমার উপর। এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী আমি বন্ধ হয়ে গেলে ও শ্বাস কষ্টে আমার ভেতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।এরপর থেকে ছেলে প্রজাপতিটি প্রতিদিন ভোরে সেই ফুলগাছটির কাছে বসে থাকে এবং তার ভালবাসার প্রজাপতিটিকে মনে করে। ★
নীলিকা নীলাচল *******
সব প্রজাপতির কাহিনী কিন্তু এক নয়….