কিছু দোকান বন্ধ
কিছু প্রার্থনালয়ে হয় গমনাগমন
কিছু মন্ত্রের হয় পাঠ
কিছু লোকালয়ে বসে না হাট বাজার
কিছু দরজায় থাকে সিল আঁটা
কোন কোন হৃদয় খোলে না কোনদিন!
পাখিরা গায়
দাওয়া তে ঘুমায় অখণ্ড দুপুর
কুকুর একাকী বেড়ায় নিজের সীমানায়
বিষকুম্ভ মানুষের হয় মেলা
কিছু কথা হয় না কখনও বলা
কোন কোন হৃদয় খোলে না আর কোনদিন!
কিছু স্বপ্ন আকাশ কুসুম হয়
কিছু বিশ্বাসে ঘুণ
কিছু ব্যর্থতা ঈশ্বরে প্রনতি গায়
কিছু স্মৃতি যায় না কখনো মোছা
কিছু কিছু জীবন দেখেনা আকাশ আলো
কিছু ভালোবাসা মনের কোড়কেই রয়
কোন কোন হৃদয় খোলে না কোনদিন
কোন কোন হৃদয় থেকে যায় রোববার!!
ফরিদ তালুকদার / অক্টোবর ২৫, ২০১৯