ফ্লোরিডা থেকে:-
(১০ বছর আগে একটি কবিতা লিখেছিলাম, তখন দেশে ছিল স্বাধীনতার বিপক্ষের শক্তি, এখন পক্ষের ।
অবিকল De Ja Vu !)
সবই আছে , শুধু কি যেন নেই
ঘর আছে, বাড়ি আছে
গাড়ি আছে , নারী আছে
মাতৃভূমি নেই।
মাতৃভূমিও আছে ,যতদূর মনে পড়ে
শ্বাপদ কি শকুনের নখরে
শৈশব আছে শৈশবের ঘরে
শুধু ঘর খানি নেই,
মাতৃভূমি আছে, আমি তাতে নেই ।
সবই আছে,শুধু কি যেন নেই
সামান্য কি বিরাট কে জানে কেই ?
বহু মানুষের বহু কিছুতেই
কোন হিস্যা নেই ,কোন ঈর্ষা নেই ।
তবুও মানুষ বাঁচে মানুষেরই মত
কেউ পিঁপড়ের মত,কেউ পিচাশের মত
আর যে না বাঁচে সে বিগত
বিস্মরনের গোরে
আমি না গোরে, না ঘরে দিকহীনতার ঘোরে
যৌবন খেয়েছে চেটে বিভ্রান্তির চোরে ।
এখন শর্ষের ক্ষেতে ক্ষেতে আফিমের চাষ
লোবানের ঘ্রানে ঘ্রানে মাতাল বাতাস
ঈশ্বরের ঘরে ঘরে বিষের ক্যাকটাস
সবুজের মাঠে মাঠে মৃত মৃত ঘাস ।
আফিমের চোখ নাই ,কান নাই ,নাক নাই
সুদৃষ্ট অন্ধের বুক নাই, বিবেক নাই ।
আলো,আমি একটু আলো চাই
মাতৃভূমির প্রীতি মুখ দেখে যাই,দেখে যাই।
১১/০৬/২০০৫