নরওয়ে থেকে:-
সব দ্বার যদি বন্ধও হয়ে যায়, আমি দাঁড়াবো তোমার দ্বারে !
প্রেয়সী ওগো খুলে দিয়ো দ্বার , খুলে দিয়ো ভালোবেসে ।
নক্ষত্রের রাত, পূর্ণিমার চাঁদ, শুনশান খেয়া ঘাট ,
জীবন যুদ্বে পালাবোনা কভু হাতে রাখো যদি ওই হাত।
বিদ্ধস্ত জীবন, পরিশ্রান্ত মন,, নাই কিছু পাবার !
তুমি পাশে আছো , সবই আছে তবে, নাই কিছু হারাবার।
দিনের পরে রাত্রিরা আসে জানি, রাত্রির পরে দিন–
এপাশে ওপাশে যেদিকে থাকাই, তুমি আছো অমলিন।
পরিশ্রান্ত দিন, সীমাহীন ঋণ আর জীবনানন্দের কবিতায় ,
সব কিছু জুড়ে তুমি মিশে আছো , মিশে গেছো অবিরায়।
ঘন কুয়াশা কেটে যাবে শীগ্র, নক্ষত্রে ভরে যাবে রাত ,,
সব দ্বারগুলো বন্ধ হয়ে গেলেও – বাড়িও তোমার হাত।