গল্পের মতো করে এগিয়ে গেছে সেই মেঠো পথ
তুমি আর আমিও গিয়েছি সেই অচিন পথে ।
তুমি যেতে যেতে হারিয়ে ফেলেছো সব যতি চিহ্ন!!
ফিরবে কি করে!?
তুমি যে বলতে ফুল স্টপে থেমে থাকা কেন?
চল না যাই স্বেচ্ছা নির্বাসনে !
আর তুমিও হলে সেই অধরা স্বপ্ন!
আজোও দেখি , বুকের পাঁজরে তোমার উপস্থিতি
নিঃশব্দে আগলে রেখেছো আমার পৃথিবী !
তবুও ভাবি তোমাকে দেখেই ফিরে আসবে আবার বসন্ত
মনের আঙিনায় জমানো ধুলো হবে সাফ
দুহাত বাড়িয়ে নিবে কি আলিঙ্গনে
যদি রাখি হাতে দুটি হাত !
দ্বিধার আগুনে পূড়েছো তুমি
আমি ও তাতেই ছাই
বুক পকেটের প্রেম চলে গেছে
পান্ডুলিপি পুড়ে নাই ।