বিদায়ের বিষাদময় কণ্ঠে ঊনিশ বিশ কে কহে:
“এসো, এস বন্ধু ওঁরা সবাই অপেক্ষায়, আমায় যে চলে যেতে হবে এখনি”
খুশিতে ডগমগ আত্মতুষ্টির আঁনন্দে আত্মহারা বিশ কহে:
“কি আর করা বন্ধু, এ যে নিয়তির খেলা, বছর শেষে আমার যে হাল হবে এমনি” ।
ঊনিশের কথা বিশ বুঝে ভালো, বিশের কথা বুঝে ঊনিশ
নিয়তির কথা বুঝে না কেবল রাজনীতিবিদ খবিস
কৃষকের কাছে, শ্রমিকের কাছে যা ঊনিশ তাই বিশ
আমরা যারা অভাগা প্রবাসী, গতর খাটিয়ে ফেলি চোখের পানি
দু হাত তুলে করি মিনতি, হে খোদা শান্তি দিস ।
বড়লোক পাড়ায় তরুণ তরুণীর উদ্দাম উল্লাস
আতশবাজি, লাউড মিউজিক, বিক্ষিপ্ত মদের গ্লাস
সব ছাপিয়ে ইথারে ভেসে আসে কিছু মায়ের করুন আর্তনাদ আর আহাজার
ভুলিনি তোদের বরগুনায় রিফাত, ফেনীর নুসরাত আর বুয়েটের আবরার
কষ্ট চেপে রেখে তবু তোদের জানাই হ্যাপি নিউ ইয়ার ।