এখন জীবনের মানে হলো –
কীএক অস্হির যাতনায় শুধু দিনরাত গুনা।
কোনো তাড়া নেই, রুটিন নেই, উত্তর আমেরিকায়–এ যেন ধীরে বহে মেঘনা!
এতো কিছু দেখি, কতো কিছু লেখি, তবু সংক্ষিপ্ত হয়ে গেছে জীবনের ঠিকানা।
সোমার আত্নবিশ্লেষন কিংবা লুনা-স্বপ্নার অভয়বানী কোনো কাজেই আসেনা।
কীযে চাই আমি, কোথায় যেতে চাই, কার কাছে? কিছুই জানি না।
চিন্তার সমুদ্রে হাবুডুবু খেতে খেতে, জীবনের মানেটা আজও হলোনা জানা!
এখন বসে বসে কানাডার আকাশ দেখি, দেখি লুনা ও খুরশিদের কর্মঠ জীবনের ডানা।
কানাডার ঝরা পাতাদের দুঃখ দেখি, পার্ক-বীচ দেখে দেখে ভাবি, আর কতদূর জীবনের সীমানা?
১১/০৯/২০১৯, হেরন পার্ক প্যালেস, টরন্টো, কানাডা।
*** ডক্টর মুহম্মদ আব্দুস সামাদ সিকদার, কবি–প্রাবন্ধিক ও গবেষক। অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, মহান স্বাধীনতা সংগ্রামের একজন মুক্তিযোদ্ধা ও বাংলা একাডেমীর জীবন সদস্য।
প্রকাশিত গ্রন্থসংখ্যাঃ ১৩।।