+****++++

দেবযানী, জলের ঘ্রানে হাত ছোঁয়াও আর কলাপাতায় রাখো পুরোপুরি নিজেকে,
দ্যাখো দাঁড়িয়ে আছে কি কোন অশরীরী!
সবুজে সাথে অবুজ মেঘপুঞ্জ, নিরবধি মূহরীনদীর বাঁকে জেগে ওঠা আত্মীয়তা,
পাড়াগাঁয়ের যুবক যুবতী একই বটতলার পড়শী।
দেবযানী, দ্যাখো হলুদে সবুজে মিশে য্যানো হাসি চক্রবর্তীর এক ক্যানভাস,
এ যে প্রকতির শিল্পকেন্দ্রিকতা মানে না।
আমাদের গাঁয়ে আজ তোমার বৈশাখী নিমন্ত্রণ,
নিজহাতে তুলে দিলেম তোমার প্রিয় কঠিন গোলাপ ফুল।
দেবযানী, ক্ষমাকরে দিও অন্তর থেকে নিস্পাপ আর নির্দোষ, সুরসুন্দরী কিছুকিছু ভুল!

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন