সাধারণত বিয়ের পর ছেলেরা টাইমলাইনে বিয়ের অনুষ্ঠানের দু একটা ছবি এবং কিছুদিন পর হানিমুনের আরও কটা ছবি আপলোড দিয়ে দায় সারলেও মেয়েরা প্রায় বছর জুড়ে দিনের পর দিন নতুন বিবাহ সুখী দাম্পত্য জীবনের আপডেট দিয়েই চলে। এর কারণ হল, এতদিন যেমনি সেমনি চললেও বিয়ের পর সংসারের নানান খরচ মেটাতে ছেলেরা বাইরের জগত নিয়ে ব্যাস্ত হয়ে পড়ে। মেয়েরা যতই ব্যাস্ত থাকুক না কেন, মামী, খালা, বান্ধবীদের নিয়ে তাদের নিজস্ব একটা মেয়েলি সমাজ আছে, দেখা হলেই সেই সমাজ কেবল জানতে চায়, জামাই কেমন !!! জামাই তোকে ভালোবাসে তো!!!
জামাই সময় দেয় তো!!!! জামাই সাথে বোঝাপড়াটা ঠিক আছে তো!!!!
এই একধরনের সূক্ষ্ম ত্রিশূলমূলক প্রশ্নবোধক ছুড়ে দেয়া হয় মেয়েদের দিকে।।।।
কোন Status দিলো তো ওমনি চারদিক থেকে প্রশ্নবোধক শুরু হয়ে যাবে।
তোমার কি হয়েছে? মন খারাপ? এতো মন ভালো কেনো? নতুন কোন সংবাদ আছে কি না? চারদিকের কিছু মানুষ অযথা সাইরেন না দিয়েই শুরু করবে নানান জ্বলপনা – কল্পনা।
ছবি আপলোড করলেও শুরু করবে Judgment. ডানদিকে না দাড়ায় বাদিকে দাড়ানো হলো কেনো? দাঁত বের করো নাই কেনো? চেহারায় হাসি না হয়ে মলিন কেনো?
জামাই যেমনই হোক না কেন বছর জুড়ে বিরতিহীন রোমাঞ্চকর ছবি আপলোড দিয়ে দিয়ে তাদের বোঝাতে হয়, পরম আনন্দে আছে সে ! এই সুখ তার সাত জনমের ভাগ্য !!!!
ফেসবুক ব্যবহার করা হয় কি এইসব আজাইরা প্রশ্নের জন্য?