* সত্য যে, মাত্র তিন দশক আগেও কোন বাড়াবাড়িই ছিলোনা।
* সত্য যে, তখন আপামর সবাই তাদেরকে বড়বেশি সন্মান আর শ্রদ্ধার চোখে দেখতো। তাদের জীবনযাপন তেমনই ছিলো।
* সত্য যে, তারা তখন রাষ্ট্রীয় ক্ষমতায় ভাগ বসাতে শেখেনি। 
* সত্য যে, সুফি সাধক, আওলিয়া, মৌলানা, বাউল এক কাতারে ছিলো শান্তির পথযাত্রী। 
* সত্য যে, তখন তাদের কাম ক্রোধ নজর সৃষ্টিকর্তার ভয়ে ভীত কম্পিত ছিলো। 
* সত্য যে, তখনকার মানুষের মন পরকালের জন্য বর্ণিত মহাসুখ এবং লাগাতার কাম কর্মের জন্য বিশেষ বর্ণনা সমৃদ্ধশালীনিদের প্রাপ্তির লোভে এতোটা লালায়িত হতোনা। 
———–
তবে কি আমরা অনেকটাই এগিয়ে গেছি? ধর্ম এবং স্বর্গ অথবা বেহেশতের কাছাকাছি?

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন