বাঘের বিয়ে
জঙ্গলে বাঘের বিয়ে হচ্ছে
জঙ্গলের সব ধরনের বন্য প্রানীর সকলেই আমন্ত্রিত
সবাই খুব আনন্দ করছে
কিন্তু সবার চাইতে বেশী খুশীতে আছে গাধা, সে বারবর বলছে “আজ আমার ভাইয়ের বিয়ে”
কথাটি কয়েক বার শোনার পরে একটু বিরক্ত সহকারে শিয়াল পন্ডিত বললো “তুইতো গাধা, বিয়ে হচ্ছে বাঘের । আর তুই বলছিস তোর ভাইয়ের বিয়ে । তুই আসলেই গাধা । গাধা কি ভাবে বাঘের ভাই হবে?“
দুঃখ ভরাক্রান্ত ভাবে গাধা বললো “বিয়ের আগে আমিও বাঘ ছিলাম, বিয়ের পর সব পুরুষই গাধা হয়ে যায়।“
আত্মীয়
বাইরে যাবার আগ মুহুর্তে স্বামী-স্ত্রী তে প্রচন্ড ঝগড়া হলো।
কিন্তু তারপরও তারা বেড়াতে বের হলো, কেউ কারো সাথে কথা বলছে না।
স্বামী গাড়ী চালাচ্ছে আর স্ত্রী চুপ করে পাশে বসে আছে।
আচমকা স্বামী কড়া ব্রেক করে গাড়ী থামিয়ে দিলো।
হঠাৎ গাড়ী থামানোর কারন খুজতে যেয়ে স্ত্রী দেখতে পেলো, একটা গাধা দাড়িয়ে আছে গাড়ীর ঠিক সামনে।
সুযোগটি হাতছাড়া না করে স্ত্রী স্বামীকে বললো “তোমার আত্মীয় দাড়িয়ে আছে,ছালাম করো”
স্বামী গাধাটিকে উদ্দেশ্য করে বললো “ছালাম, শ্বশুর সাহেব রাস্তাটা একটু ছেড়ে দাড়ান।আমি আপনার মেয়েকে নিয়ে বেড়াতে যাচ্ছি।“
স্ত্রীর ছবি
স্বামী একটি অফিসের কাষটমার সার্ভীস সুপারভাইজার।রোজ সকালে অফিসে যাবার সময় বেড সাইড টেবিলে রাখা স্ত্রীর বাধান ছবিটা ব্যাগে করে সাথে নিয়ে যান আর অফিস শেষে ফিরে এসে ছবিটা আগের জায়গাতেই রেখে দেন। ব্যাপারটা স্ত্রীর দৃষ্টি এড়ায়নি।তার ধারনা তার প্রতি তার স্বামীর অগাথ ভালোবাসার জন্যই এটা হচ্ছে।তার স্বামী হয়তো অফিসে কাজের ফাকে ফাকে তার ছবিটা দেখে।
তাইতো খুশীতে গদ গদ হয়ে একদিন স্বামীকে জিজ্ঞাসা করলো-
স্ত্রীঃ- তুমি কি রোজ অফিসে আমার ছবিটা দেখ?
স্বামীঃ- হ্যা, তবে কখনো কখনো।
স্ত্রীঃ-তাই, সত্যি তুমি আমাকে এত ভালোবাসো যে কাজের মাঝেও আমাকে ভুলতে পারো ন?
স্বামীঃ-ব্যাপারটা ঠিক তা নয়।তুমিতো জান আমি কাষ্টমার সার্ভিস বিভাগে কাজ করি। আমার কাজ কাস্টমের সমস্যার সমাধান করা।কখনো কখনো সমস্যাগুলি খুব কঠিন থাকে। তখনি আমি তোমার ছবিটা বের করে দেখি। আর আমার কাছে তখন ঐ সমস্যাটি মোটেই কঠিন মনে হয়না।
স্ত্রীঃ-ক্যামন করে?
স্বামীঃ- মনে মনে বলি, এতো বড় কঠিন সমস্যার সাথেতো সংসার করতে পারছি, তখন আর কোন সমস্যাই আমার কাছে আর কঠিন মনে হয়না।
ভাই, আপনার স্টক থেকে আরো কিছু বের করেন. ধন্যবাদ