মেলা. মেলা.. মেলা…, মেমরি কার্ডের মেলা । তিনশ GB দুশো টাকা । ছয়শো GB তিনশো টাকা । আসুন আসুন মেমরির মেলা । শহরের ফুটপাথে ফুটপাথে মেমরির হকারদের ছড়াছড়ি ।
প্রতিদিনের সন্ধ্যা হন্টনের মতো আজও ফুটপাথ ধরে হাঁটছিলাম । ফুটপাথে একজন হকারের টেবিলের সামনে দাঁড়িয়ে গেলাম । ভাবলাম, আচ্ছা চুয়ান্ন তো বিদায়, পঞ্চান্ন শুরু । মেমরী তো প্রায় full । ছয়শো GB বাড়িয়ে নিলে কেমন হয় ?
আমি :- ভাই আপনার মেমরি কার্ড কি হিউম্যান সাপোর্ট করে ?
হকার :- ভ্রু কুঁচকে, মডেল নাম্বার বলুন ।
আমি : – মডেল নাম্বার K – 1963 ।
হকার :- সেটটা দেন, সেট করে দিচ্ছি ।
আমি আমার মাথাটা এগিয়ে দিলাম । হকার বড় বড় চোখ করে তাকিয়ে আছে । তার চোখে অষ্টম আশ্চর্য্য দর্শনের বিস্ময় !!!
চট করে আবার হাঁটা শুরু করলাম । পেছন থেকে কানে এলো, ” শা……….লা… পাগলরাও আজকাল দামী পোষাকে ঘোরাঘুরি করে !!!! ”
আমি আবার ফিরে গেলাম । দু’হাত বাড়িয়ে হকারের হাতটা ধরে বললাম, ” ভাইজান, আপনার এই কথাটা একদম ঠিক “।