দেশীয় পোষাকের প্রচলনকে এদেশে বাঁচিয়ে রাখতে বড় ভূমিকা পলন করছেন বাংলাদেশী মহিলারা। এদেশে শুধুমাত্র শীতের মৌসুম ছাড়া অধিকাংশ সময়ই তারা ব্যবহার করেন দেশী শাড়ী / সালোয়ার কামিজ। বিশেষ করে সকল ধরণের অনুষ্ঠান , তা ঘরোয়াই হোক বা দেশীয় কোনো উত্সবের অনুষ্ঠানেই হোক , সাঁজতে হবে দেশীয় সাঁজে। তার মূল আকর্ষণ শাড়ী। আর তা হতে হবে অনুষ্ঠানের সাথে সম্পর্ক যুক্ত। আর তারই ফলশ্রুতিতে এদেশে দিন দিন বেড়ে উঠছে দেশীয় পোশাকের ব্যাবসা।
আপনারা অনেকেই হয়তো নিয়মিত বাঙালি অনুষ্টানগুলিতে যান। অবশ্যই খেয়াল করেছেন সব জাগাতেই কিছু দোকান বরাদ্দ করা হয়। যার মধ্যে বেশীর ভাগই শাড়ী কাপড়ের দোকান। যার আয়োজন করে থাকেন বাঙালী গৃহবধূরা। অনেকে আবার নিজের বাসা বাড়িতেও একে ভাবে শাড়ী কাপড় বিক্রি করে থাকেন। বাড়তি আয়ের জন্য। অবশ্যই এটি একটা প্রশংসনীয় উদ্যোগ। তবে আজকাল বিষয়টা আরো এক ধাপ এগিয়ে গাছে। অনেকে বাড়ির বেসমেন্টে দোকান সদৃশ শোরুমের ব্যবস্থা করেছেন। আবার অনেকে নিজস্ব দোকান চালু করেছেন।
যাদের মধ্যে একজন শায়লা রহমান। হটাৎ দেখা হলো মিজান কমপ্লেক্সের নিচে। ওনার নতুন দোকান , শুরু করেছেন গত ডিসেম্বর মাসে। Mizan Saree & Jewellery Center,3000 Danforth Avenue,.Unit # 5.Toronto. Telephone – 647 949 7375. আপা দেখাচ্ছিলেন ওনার কালেকশন। হরেক রকমের শাড়ী , ব্যাগ বিভিন্ন রকম গহনার সুন্দর কালেকশন।পছন্দ হবার মতো অনেক কিছুই আছে এখানে।
শিফন শাড়ী -৩০ডলার থেকে শুরু
কাতান শাড়ী -৭০ থেকে ২৯৯ ডলার
লেদার ব্যাগ – ১০-৬৫ ডলার
জুয়েলারী – ১০-১২০ ডলার