প্যারিস থেকে:-
১
ঠিকানা নিয়ে গার সাখসেলে ( Gare Sarcheel ) হয়েগেল সিমাহীন দুনম্বরি অএ এলাকায় কম বাঙ্গালী খোজে পাওয়া যাবে যাহারা মানুষের বিপদের সুযোগ নিয়ে ব্যবসা করেনি। একজন মানুষ তিন বৎসর পাঁচ বৎসর বৈধ হওয়ার জন্য অপেক্ষা করে যদি প্রতারণা শিকার হোন নিজের বাঙ্গালী ভাইদের ধারা এই দুঃখ বলার জায়গা নাই। যাদের কে বলবেন তাহারা আরও বড় দুনম্বর এই বাঙ্গালী সমাজে??? একজন ব্যক্তি অনেক কষ্টের রুজি করা টাকা দিয়ে ঠিকানা কিনে যখন শিকার হোন প্রতারণার তখন তাহাদের দুঃখের সীমা থাকেনা। একটি বাসায় ২/৪ জনের ঠিকানা দেওয়া যাবে বাসাবাড়ির মালিক পক্ষ ২০ জনকে টাকার বিনিমেয় ঠিকানা দিয়ে বসে আছেন। পরে আপনি যতেষ্ট কষ্ট করে কাগজপত্র জমা দিলেন Prefecture এক বাসায় অতিরিক্ত ঠিকানা হওয়ায় আপনার কাগজ আর জমা হলো না। কিন্তু বাসার মালিক টাকা নেওয়ার সময় বলেন ভাই কাউকে বলবেন না এটা আমার ব্যবসা না শুধুমাত্র আপনাকে আমার কাছের বন্ধু মনে করে এই ঠিকানা দিয়েছি। এই অমানুষরা একই কথা ২০জনকেই বলেছে। এই হলো আমাদের তথাকথিত বাঙালী সমাজ ??? আমার মতে এদের নামে আদালতে মামলা হওয়া উচিত বিশ্বাসভঙ্গ করা আমাদের রক্তে মিশে আছে।
২
ফ্রান্সে বেশির ভাগ বাঙালী দোকানের মালিক তাহাদের দোকান-কর্মচারীদের ভালো বেতন দেন না। নিয়ম অনুযায়ী তাহাদের কে সঠিক বেতন দেওয়ার কথা। অনেক দোকানদার কাজে নেওয়ার সময় বলেন কাজের মাধ্যম তাহাদের বৈধ করবেন। তাই অল্প বেতনে কাজ করানো হয় যখনি সময় আসে বৈধতা দেওয়ার তখনি শুরু হয় প্রতারণার নতুন কৌশল হঠাৎ করে মালিক পক্ষ খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেন দোকান-কর্মচারীদের। যাহা খুব খারাপ কাজ করেন তাহারা। এক মাসের বেতন দেন অন্য মাসে কারও কারও অনেক টাকা মালিক পক্ষের নিকট পাওনা থাকে। স্বপ্নের দেশ ফ্রান্সে এসে এই হলো মালিক পক্ষকে বিশ্বাসের মূল্য আসলে দুর্বল লোকদের নিয়ে বেশির ভাগ মানুষ খেলতে পছন্দ করেন। দুর্বল মানুষের হক খেয়ে হজম করলে তাহাদের পরও কালে মুক্তি মিলবে হয়তো এই আসায় তাহারা এই কাজ করেন।
Thanks for telling the truth. It’s so unfortunate that we never change. Like your write up, keep it up, please!