নরওয়ে থেকে:-
পৃথিবিটা খুবই নিষ্টুর, কিন্তু জীবনটা অনেক বড়।
জীবনের জানালায় আলো আসে , অন্ধকার আসে , ঝড় আসে ,তাই বলে কি জীবনের জানালা বন্ধ করে ঘরে বসে থাকতে হয় ?
আমাদেরকে এগিয়ে যেতে হয়, চলমান এ জীবনে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের হাতে কোনো বিকল্প কি আছে ?? অসুস্থতা আর ক্ষুধার যন্ত্রনায় যে বৃদ্ধা প্রতিদিন মৃত্যু কামনা করেন -তিনিও হয়তোবা দুঃখ নিয়ে ধুঁকে ধুঁকে বেঁচে থাকেন আরোও দশ কিংবা পনেরো বৎসর। তাই জীবনে থেমে থাকতে নেই, থেমে থাকবার নাম জীবন নয়।
রোদ, বৃষ্টি ঝড়ের মাঝেও রাস্তায় অর্ধনগ্ন শিশুদের শুয়ে রাত কাটাতে দেখা যায় ! মানব জীবনে কেইবা ক্ষুধাময় নিরাপত্তাহীন এমন জীবন চায় বলুন ?
সংসার হারাবার ভয়, চাকরি হারাবার ভয়, ব্যবসা হারাবার ভয়, মাথার উপর একটা ছাদ হারাবার ভয় আমাদের , তারপরও জীবন চলে -তারপরও আমরা বেঁচে থাকি, ভালো থাকবার চেষ্টা করি। শত সংগ্রাম, কষ্ট আর প্রতিযোগিতার মাঝেও আমরা এগিয়ে যাবার অনুপ্রেরণা খুঁজি, জীবনটাকে টেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, থেমে যেতে চাইনা ।
আমরা সবাই যেন ভালো থাকি, জীবনের সমস্ত হতাশা আর না পাওয়াকে এবং সব দুঃখ গুলোকে পেছনে ফেলে সবাই যেন আরো এগিয়ে যেতে পারি। আরো সফল হই, আরও ভালো থাকতে পারি এই কামনা সবার জন্য।