প্যারিস থেকে:-
ভুলতে চাই সব কষ্টের কথা না পাওয়ার কথা। কিন্তু চাইলাম আর ভুলে গেলাম তাতো হয়না। মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। কিন্তু সাধারণ মানুষের চাওয়া কোব একটা বেশি নয় একটুখানি জীবন-যাপনের মান যাহাতে ভালো হয় তাই তাহাদের চাওয়া। মাথা গোজার একটি স্থান আর দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা জীবনের নিরাপত্তা। শেষ বেলায় এক মুঠো মাটি পাওয়ার ইচ্ছা থাকে রাষ্ট্রের কাছে এইতো তাহাদের চাওয়া। বর্তমানের সমাজের মধ্যে এক অদ্ভুত অশান্তি বিরাজমান যাহার বর্ণনা ভাষায় লিখে শেষ করা যাবেনা। সমাজের রাষ্ট্রের প্রতিটি বিভাগের মধ্যেই দুর্নীতিবাজ মানবতা বিরোধী মানুষের বসবাস যাহাদের দেশের সাধারণ মানুষ নিয়ে কোন ভাবনা চিন্তা নেই। নতুন বছরের বাংলাদেশ হোক খেটে খাওয়া সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার বছর। চাওয়া পাওয়ার পুর্নতা ফিরে আসুক প্রতিটি সাধারণ মানুষের ঘরে ঘরে এই প্রত্যাশায় স্বাগতম ২০১৭ সাল শুভ হোক তোমার পথচলা।