নরওয়ে থেকে:-

পরিকল্পনা মাফিক কাজ করলে, পরিশ্রমী হলে এবং যা করছেন সে জিনিসটার প্রতি একাগ্রতা থাকলে যে সামনে আগানো যায় তার সুন্দর একটা উদাহরণ আমার প্রাক্তন বস Asbjørn Dovland । পড়ালেখায় তেমন একটা ভালো ছিলোনা, তাই হাই স্কুল শেষ করার পর ৪ বৎসর আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিলেও ২০০০ সাল থেকেই Asbjørn Dovland কর্ম জীবনে ঝাঁপিয়ে পড়ে। প্রথমে এক পিজ্জা রেস্টুরেন্টের কুক এবং ওয়েটার হিসাবে ৫ বৎসর কাজ করলেও ২০০৮ সাল নাগাদ নিজের ঘর ব্যাংকের কাছে বন্ধক রেখে নরওয়ের রাজধানী ওসলো থেকে পরিচিত এক পিজ্জা ব্র্যান্ড Dolly Dimple,s এর ফ্রেঞ্চাই সত্ত্বক কিনে এনে নিজ শহর ক্রিস্টিয়ানস্যান্ডের ফিশ মার্কেট এলাকায় ছোট পরিসরে একটা রেস্টুরেন্ট খোলে। প্রথমদিকের কয়েকটা বৎসর খারাপ গেলেও ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আমি যখন ওই রেস্টুরেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানাজার ছিলাম সেই সময় থেকে Dolly Dimple,s সাফল্য আসে যার প্রফিট দিয়ে Asbjørn ক্রিস্টিয়ানস্যান্ড, ড্রাম্মেন এবং নরওয়ের রাজধানী ওসলো শহরে অনেকগুলো ফ্লাট ও বাসা বাড়ি কিনে ফেলে ও সাথে করে নিজের রেস্তোরাঁকে বর্ধিত করে অনেক বড়ো এবং বিলাস বহুল একটা রেস্টুরেন্টে পরিণত করে। গত ৮ বৎসর ধরে Asbjørn এর জীবনের এসব অগ্রগতি আমার চোখের সামনেই হয়েছে। একজন মানুষ তার মেধা,কর্মের প্রতি একাগ্রতা এবং নিষ্ঠা দিয়ে কত উপরে উঠতে পারে এর উজ্জ্বল উদাহরণ Asbjørn Dovland। সারা নরওয়ে জুড়ে Dolly Dimple,s এর মিলিয়ন মিলিয়ন ক্রোনা দামের মোট ৪০টার মতো ব্রাঞ্চ আছে, সবগুলো ব্রাঞ্চের মূল যে বস ছিল, সে তার ব্যক্তিগত সমস্যার কারণে গত কয়েকমাস আগে Dolly Dimple,s স্বত্ব বিক্রি করে দিবে ঘোষণা দেয়। জানেন কে সেই নতুন সত্ত্বাধীকারী ?? সে আর কেউ নয়, সে আমার প্রাক্তন বস Asbjørn Dovland । ২০১১ সালে বাসার সামনে Asbjørn এর একটি মাত্র হলুদ গাড়ি দাঁড়িয়ে থাকতো, আজ সে Asbjørn এর বাসার সামনে হলুদ গাড়ির বহর, সারা নরওয়ে জুড়ে এর ভিবিন্ন ব্যাঞ্চে Asbjørn এর এরকম কত গাড়ি যে আছে তার কোনো সীমা নেই। Dolly Dimple,s এ কাজ করবার সময় Asbjørn ওর অনেক কাছের মানুষ ছিলাম তাই ও আমার ফ্রেন্ডের মতো ছিল, আমাকে কেন জানি অনেক স্নেহ করতো । ২০১৪ সালে Asbjørn আমার সাথে আমাদের গ্রামে কতোয়ালপুর বেড়াতে গিয়েছিলো, আমার ভাবি ও আম্মার হাতের বানানো গরুর মাংসের ভোনার স্বাদ ও এখনো ভুলেনি, দেখা হলে প্রায়ই আমার আম্মার কথা জিজ্ঞেস করে। যাই হোক Asbjørn এর উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি।
মনে রাখবেন – জীবনে আগাতে হলে, কাজের কোনো বিকল্প নেই।

 


Rakuten Kobo Canada

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন