আমরা অভিযাত্রী,
দেশ ছেড়ে হাজার সহস্র মাইল দূরে নরওয়ের পথে প্রান্তরে স্বপ্ন খুঁজি,
স্বপ্ন দেখি ভালোভাবে বেঁচে থাকার।
মাঝ রাতে হটাৎ হটাৎ ( মা ) হাতছানি দিয়ে ডাকে ,,
বলে,_ খোকা, ও খোকা ,,
খোকা আমার, মায়ের কোলে ফিরে আয়।
প্রবাসের দুষ্টচক্রে আমরা যারা বন্দি..
যারা স্বপ্নের আলেয়ার আলোর খোজে দেশ মহাদেশের গন্ডি ছেড়ে বহু দূরে থাকি,
তারা কি আর ফিরি ? তাদের কি আর ঘরে ফেরা হয় ??
চোখে ভাসে শিশিরের ফোটায় ভরে উঠা বাড়ির আংগিনা,
ফিরে যেতে ইচ্ছে করে কোতয়ালপুরের দিগন্তঘেরা সবুজের মাঠে ,
ইচ্ছে করে বনুয়ার জলে সিক্ত হতে।
আমরা পরবাসী , মহাকালের সময়ের ছোট্টো এক গন্ডিতে বাধা আছে আমাদের লগ্ন গুলো।
ইচ্ছে করলেই যাওয়া যায়না প্রাণের বাংলাদেশে, বনুয়ার তীরে,,
মন চাইলেই পাওয়া হয়না মায়ের হাতের স্পর্শ, দেখা যায়না বাবার কবর,
অভিযাত্রী আমরা,, সবকিছু গোলমেলে,,
তবুও অনুভূতি আর ভালোবাসায় ভরা আছে আমাদের এ ছোট্ট হৃদয়। .