VAN1

বর্তমানে  টরন্টোতে  বাংলাদেশ হাইকমিশনের কোনো স্থায়ী কার্যলয় নাই ।

একটি নিদৃষ্ট সময় পরপর অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন টরন্টো আসেন সেবা প্রদানের জন্য।

আর এর মধ্যবর্তী সময় যদি আপনার কোন প্রকার  কনসুলার  সার্ভিসের  প্রয়োজন হয় , তখন কি করবেন?

সম্ববত আপনাকে   অটোয়া যেতে হবে নতুবা সকল ডকুমেন্ট কানাডা পোষ্টের মাধ্যমে অটোয়া পাঠাবে  হবে ।

এটি  অনেক ক্ষেত্রে ব্যায় বহুল ।

তাইতো আপনাদের সমস্যার কথা চিন্তা করে জনাব এস,এ, তারেক চালু করেছেন “এ এস আর ভ্যান সার্ভিস”।

এই সার্ভিস মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার টরন্টো থেকে অটোয়া যাতায়াত কোরবে ।

ডকুমেন্ট প্রতি ন্যুনতম খরচ – ৫০ ডলার (আনুমানিক)।

জন প্রতি ন্যুনতম খরচ – ১০০-১৫০ ডলার (আনুমানিক  ভাড়া যাত্রীর সংখ্যার উপর নির্ভর করছে )।

ডকুমেন্ট জমা দেবার  স্থান :- ঢাকা সফ্টওয়্যার ,৩০০০ ড্যানফোর্থ এভিনিউ, টরন্টো।

যোগাযোগের জন্য:-এস, এ, তারেক ৬৪৭ ৮৫৭ ৫৭৯১

 

3 মন্তব্য

  1. জানা থাকলো। অটোয়া হাই কমিশনে যাওয়া আসার ঝামেলা অনেকটা কমবে।

  2. এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। আশা করি টরন্টো থেকে অনেকেই এ সার্ভিস ব্যবহার করে উপকৃত হবেন।

  3. সময়, শ্রম এবং অর্থের বিবেচনায় নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ. আমার বিশ্বাস অনেকেই এই প্রচেষ্টার সুফল ভোগ করবেন. অনেক ধন্যবাদ.

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন