বর্তমানে টরন্টোতে বাংলাদেশ হাইকমিশনের কোনো স্থায়ী কার্যলয় নাই ।
একটি নিদৃষ্ট সময় পরপর অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন টরন্টো আসেন সেবা প্রদানের জন্য।
আর এর মধ্যবর্তী সময় যদি আপনার কোন প্রকার কনসুলার সার্ভিসের প্রয়োজন হয় , তখন কি করবেন?
সম্ববত আপনাকে অটোয়া যেতে হবে নতুবা সকল ডকুমেন্ট কানাডা পোষ্টের মাধ্যমে অটোয়া পাঠাবে হবে ।
এটি অনেক ক্ষেত্রে ব্যায় বহুল ।
তাইতো আপনাদের সমস্যার কথা চিন্তা করে জনাব এস,এ, তারেক চালু করেছেন “এ এস আর ভ্যান সার্ভিস”।
এই সার্ভিস মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার টরন্টো থেকে অটোয়া যাতায়াত কোরবে ।
ডকুমেন্ট প্রতি ন্যুনতম খরচ – ৫০ ডলার (আনুমানিক)।
জন প্রতি ন্যুনতম খরচ – ১০০-১৫০ ডলার (আনুমানিক ভাড়া যাত্রীর সংখ্যার উপর নির্ভর করছে )।
ডকুমেন্ট জমা দেবার স্থান :- ঢাকা সফ্টওয়্যার ,৩০০০ ড্যানফোর্থ এভিনিউ, টরন্টো।
যোগাযোগের জন্য:-এস, এ, তারেক ৬৪৭ ৮৫৭ ৫৭৯১
জানা থাকলো। অটোয়া হাই কমিশনে যাওয়া আসার ঝামেলা অনেকটা কমবে।
এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। আশা করি টরন্টো থেকে অনেকেই এ সার্ভিস ব্যবহার করে উপকৃত হবেন।
সময়, শ্রম এবং অর্থের বিবেচনায় নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ. আমার বিশ্বাস অনেকেই এই প্রচেষ্টার সুফল ভোগ করবেন. অনেক ধন্যবাদ.