কানাডাতে অনেক বাংলাদেশীই সামারে শাক-সবজি’র বাগান করে থাকেন, তবে সেটা অধিকাংশই বাড়িতে, অর্থাৎ ground লেভেল এ। কিছু লোক তাদের এপার্টমেন্ট এর বেলকনি তে টবের মধ্যে ছোট খাটো বাগান করেন। গ্রাউন্ড থেকে বেশি উপরে বাতাস এবং ঠান্ডা যেমন বেশি তেমন বায়ু ও খুব শুস্ক, এজন্য এখানে সবজি গাছ বেড়ে ওঠা কঠিন। অনেকের দেখাদেখি আমরাও গতবার চেষ্টা করেছিলাম কিন্তু ফলন আনতে ফেল করি। তবে এবার একটু কৌশল পরিবর্তন করে শুধু মাত্র অল্প কিছু গাছ লাগানো হযেছে যার মধ্যে প্রধান হচ্ছে লাউ গাছ । এই ভিডিও চিত্রটি সেই ছোট্ট চেষ্টার অংশ।
দারুন তো! এই বিষয়ে একটা কনসাল্টেন্সি ফার্ম খুলতে পারেন 🙂 *blum*
Hmm, may b that would be the next profession if I am unemployed!!
আনেক দিন পরে হলেও তোমার সাধের লাউ তথ্যের জন্য ধন্যবাদ