নতজানু হতে আসিনি
ও আমার অভিধানে নেই
আমি নতজানু হতে আসিনি…

তুমি হতে পারো ঈশ্বর কিংবা তার প্রতিভূ
হতে পারো মহা আজ্ঞা মহারানী
চোখের জ্যোতিকে ঝলসে দেয়া ক্লিওপেট্রা কোন এক
নতজানু আমি হবোনা…!

আমি রোমানদের হাটে বিক্রি হওয়া কোন ক্রীতদাস
আমি এই বাংলার ই বাস্তুহীন কোন ভূমিদাস
কিংবা এই সমাজেরই…
মাঠে-ঘাটে, গ্রাম-গঞ্জে পড়ে থাকা কোন দিনমজুর
কিন্তু…
আমি নতজানু হবোনা…

যতো পারো মারতে পারো চাবুক, পুরে রাখতে পারো পাতালের আঁধার গুহায়
নিক্ষেপ করতে পারো টিয়ারগ্যাস, করতে পারো লাঠিচার্জ, বুলেট-ব্যাটন
কপালে ঠেকাতে পারো থ্রি নট থ্রি রাইফেল, টানতে পারো ট্রীগার…

নতজানু আমি হবো না…

তুমি কেড়ে নিতো পারো সব
কেড়ে নিতে জীবন বাঘের থাবায়
অথবা বানিয়ে গ্লাডিয়েটর তোমার মনোরঞ্জনের বধ্য ভূমিতে…
চাইলেই পূর্বপুরুষদের মতো ফের…
তুমি করতে পারো বাস্তুহারা ভূমিদাস আমায়

রাতের অন্ধকারে তোমার দেহরক্ষীর অতন্দ্র প্রহরায়
তুমি নেমে আসতে পারো নীচে
উত্তপ্ত তোমার বহুগামী কাম বিলাসের রসনার অভিসারে
কিন্তু…
নতজানু আমি হবো না…

এই যে খুলে দিয়েছি বুকের পাঁজর
পড়ে নাও সব নির্ভুল…
করুনা নয়…
মহার্ঘ, উপঢৌকন, উৎকোচ
না…
বধ করতে পৌরুষ…
তোমার টইটম্বুর যৌবনের আগর উত্তপ্ত অমৃতের সমাধি
না…
ও সব কোন কিছু নয়…

যদি জেনে থাকো ভালোবাসা কোনদিন
এ অধম হবে নিঃশর্ত অনুদাস
যদি ভুলে যেতে পারো সব…
চাবুক, বুলেট-বারুদ অহংকার…
যদি তুমি শিখে নিতে পারো ছুঁড়ে দিতে কোন ফুল
অবলীলায়…
তবেই দেখো এই কুর্নিশ আমার…

আমিও শিখে নেবো ঠিকঠাক
কিভাবে দিতে হয় আনুভূমিক প্রণাম
অবনত ভালোবাসায়…!!

____ফরিদ… / এপ্রিল ১৭, ২০২০

(ছবি:-সৌজন্য Google)

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন