একটা দিয়াশলাই খুঁজি
আর এক পুনর্জন্মের দুয়ারে দাঁড়িয়ে, একটা দিয়াশলাই খুঁজে বেড়াই
জিয়নকাঠির মতো যার পরশে, স্বাতী নক্ষত্রের ভাঙবে ঘুম
যেখানেই যাই..
ঘুমে, নির্ঘুমে, সম্ভব, অসম্ভব, সব স্বপ্নের কাব্য কাহিনীতে
কেবল একটা দিয়াশলাই- ই খুঁজে বেড়াই
ঝকঝকে দিনের উনুনটাকে, যে কাঠি তাঁতিয়ে রাখবে সারাবেলা,
নীলিমার বুকের সুরভিকে জ্বালিয়ে জ্বালিয়ে, পৌঁছে দিবে দিগন্ত অবধি,
পাতালের পরম শীতলতা খুঁড় খুঁড়ে, মুছে দিবে লোবানের সব গন্ধ,
ধূপের সান্ধ্য বেদনায় ফিরিয়ে আনবে প্রাণ,
আর আমি?
পৌরাণিক সব উপেক্ষাকে ভুলে গিয়ে, সেই সৌরভে ডুবে যাবো অনন্ত স্নানে
এমনই একটা দিয়াশলাই..
বায়ুহীন শূন্য বৃত্তের বলয়ে ডুকরানো ভালোবাসা..
গলে পড়া সুগন্ধি মোমের কথকতা হয়ে ঘুমায় অনাদিকাল
ভুল ছিলো না কোথাও কিছু, তবু কেউ শোনেনি তার আর্তনাদ!
বিদর্ভ নগরীর উপকন্ঠে, স্মৃতির শঙ্খধ্বনি..
হৃদয়ের পিঙ্গল আভায় এখনো করে প্রণাম
সুপ্ত কুসুমের জাগরণে, এখনো তমস হয় খুব বেশী আলোময়
কেবলই একটা দিয়াশলাই চাই..
যার কাঠি, ফিনিক্সের ক্লান্ত ডানাকে পুড়িয়ে,
আর একটি পুনর্জন্মের করবে দ্রুত আয়োজন
একটি.., কেবল একটি মাত্র দিয়াশলাই…
___ফরিদ তালুকদার___ / মার্চ ২, ২০২০