নীলাভ পাহাড় লক্ষ করে হাঁটছি সমুদ্র-অভিমুখে
তীব্র নীরবতা নিঃশব্দে শুষে নিচ্ছে পড়ন্ত বিকেল।
একঝাঁক বনচিল উড়ে গেল মেঘের শরীর ঝুঁকে
দিগন্তে নেমে এলো একাকী নিঃসঙ্গ একদলা আকাশ!
রুপোর আধুলিতে পোড়ে দীর্ঘশ্বাস আফিম-নেশায়
গুলাবি রোদ্দুরের ছায়া আল্পনায় কার স্বপ্ন বোনে?
সোনালি মাছের স্বপ্ন বাম অলিন্দে আজন্ম তৃষ্ণায়!
কে ঐ মিহি জাল ফেলেছে জোছনা ফোটা মায়াবী রাত্রিতে?
ঘোর বৃষ্টি কি বেজে ওঠে চাতকিনীর ধূসর ঠোঁটে?
ঝুলন্ত কারনিশে ঝড়ো মেঘ জমা করেছে কত বেলা!
নিঝুম দ্বীপপুঞ্জে শিশির-স্নানে বেনামি এক-ফুল ফোটে
সোনালি সৈকতজুড়ে সন্তাপমুখী দীঘল বৃষ্টি নামায়।
খুবখুব সুন্দর একটি কবিতা। পড়ে ভীষণ ভালো লাগল।
অনন্য এক কল্পচিত্রে সোনালি সৈকতে কবিমনের ভ্রমন যেখানে নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস কবিতার পঙক্তিতে পঙক্তিতে বিচরণ করছে। ভুল পাওয়ার চেয়ে না পাওয়ার তীব্র মোহের ঘোরজালে স্পষ্ট উচ্চারণ—-
“” সোনালি মাছের স্বপ্ন বাম অলিন্দে আজন্ম তৃষ্ণায়!
কে ঐ মিহি জাল ফেলেছে জোছনা ফোটা মায়াবী রাত্রিতে? ” খুব ভালো লাগা রেখে গেলা।