ফ্লোরিডা থেকে:-
মন তুমি অতি চালাক অনেক তোমার ভোল
তুমি ফাঁকা মাঠে গোল করিতে তোল শোরগোল
জল ফুটাইলে বাষ্প যে হয়
সেই কথাটা মিথ্যা তো নয়
ঘুটনি দিয়া দুধ ঘুটিলে দুধ হয়ে যায় ঘোল
ঘোল খাওনা দুধ ঘুটিয়ে পাকাও গন্ডগোল
মন তুমি অতি চালাক অনেক তোমার ভোল।
এই জগতে কত কিছু
করে আছে মাথা নীচু
দু:খ জড়া ক্ষুধা আছে ভালোবাসার মানুষ আছে
তোমার দেয়ার ব্যান্জন হাঁড়ি পূর্ন আলুনী তার ঝোল
মন তুমি অতি চালাক অনেক তোমার ভোল।
তুমি শেয়াল পন্ডিতের টিকি নাড়ো
ভাবো সবাইকে সব শিখাইতে পারো
কি শিখাবে ধর্ম কর্ম যার বোঝইনা সারমর্ম
কিসের তর্ক কিসের জন্য অসার যদি মানব ধর্ম
বিজ্ঞান কি মানবতার ? নাকি ফাঁকা জ্ঞানের বোল
মন তুমি অতি চালাক অনেক তোমার ভোল।