পাতারা কাঁপছে
যৌবনমুখী পাতারা কাঁপছে—
ঘরছাড়া দখিনা বাতাস
ঢেউ তোলা আঁচল উতলা অনুপ্রাস
পাতারা—
কাঁপছে!

চিবুকের দীপালী আমন্ত্রণ—
কিছুটা সম্মোহন, কিছুটা কামনার ত্রাস
পাতারা কাঁপছে, রঙের প্লাবন
ডুবলো যে ঐ বনে,
অশুদ্ধ পুরুষ, পিয়াসী পরাণ

আমি কি কিছুটা মাতাল!?

হৃদয় গিয়েছে খোয়া, মেহেদীর অমন পদমূলে
উৎসর্গের নেই কিছু আর বাকী
ফুলের গুচ্ছ হাসি, পুরে করতলে
ভুল করে যদি বলে ফেলি—
এই নাও “ভালোবাসা দিবস”!

ডুকরে উঠা পলাশের রাঙা ঠোঁট,
বলে উঠবে ঠিক—
‘এ কেমন নাজুক কথা’—!?
“ভালোবাসাহীন পৃথিবী যেদিন
বলো না কেন আমায়?

আমি আর থাকবো না এ ধরায়”–!!

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন