মা-বাবা
কিছু তাদের উত্তরাধিকারের দায়বদ্ধতা
এবং
ভালোবাসা অবশ্যই
এইতো
কিন্তু তারপর??
কেউ নেই, কোথাও কেউ নেই!
সূর্য উঠে
ক্ষয়ে যাওয়া চাঁদ ফিরে আসে ফের
কিন্তু কেউ আমার নয়!
আমার জন্যে বরাদ্দ থাকে
এক পৃথিবী অবজ্ঞা! অবজ্ঞা!!
এবং শুধুই অবজ্ঞা!!!
আমাকে সবকিছু অবজ্ঞা করার সাহস দাও এখন
আমাকে সবকিছু অবজ্ঞা করার শক্তি দাও আমার আত্মা
জানি, তুমি হয়তো কিছুই নও
তবুও—
তবুও তোমার কাছেই আমি নতজানু হয়ে বলছি—
আমার সুখ, আমার কষ্ট, আমার জন্ম জন্মান্তরের ইতিহাস,
ফাঁসির মঞ্চে আমার গলায় বাদামী দড়ির ফাঁস,
নরক যন্ত্রণা, স্বর্গের সুখ…
সবকিছুকে অবজ্ঞা করার শক্তি দাও আমায়!
রংধনুর সাত রঙের মাঝে, আমার বেদনার রঙ এঁকে দেয়ার ক্ষমতা দাও!
যে সত্যকে স্পর্শ করে একদিন আমি মানুষ হতে চেয়েছিলাম
তাকে ভুলে যাওয়ার বিস্মৃতি আমাকে ফিরিয়ে দাও
আমার অন্তরের আগুন নিভে গিয়ে,
কালের শীতল প্রহরে, আমিও তো পাথর হয়ে যাবো নিশ্চয়ই—
আমাকে এক পাথরের জন্মান্তর দাও!!