প্রবাসের জীবনকে আমরা অনেকেই বলি “Life on Treadmil”. বলা যায় দৌড়ের জীবন। নানা রকম  ব্যস্ততা ঘিরে রাখে আমাদের। এর মধ্যেও সময় বের করে যারা শিল্প, সাহিত্য বা নান্দনিক চর্চায় নিবেদিত প্রাণ হয়ে লেগে থাকেন, তাদের সংখ্যা নিতান্তই বিরল। সুব্রত কুমার দাস টরোন্টোর এমনি একজন সাহিত্যিক, গবেষক। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার সাতাশতম গ্রন্থ “কানাডীয় সাহিত্য: বিচ্ছিন্ন ভাবনা’. গ্রন্থটির পাঠ-উন্মোচনকে কেন্দ্র করে  টরোন্টোর বার্চমাউন্ট কমিউনিটি সেন্টারে কানাডার সাহিত্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্টানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন টরোন্টোর লেখক কবি ইকবাল হাসান, কথাসাহিত্যিক ও চিত্রশিল্পী সৈয়দ ইকবাল, কানাডীয় লেখক অ্যান মাইকেলস সহ আরো অনেকে। সৈয়দ ইকবালের ভাষায়, “এই গ্রন্থের প্রতিটি অধ্যায় কানাডীয় সাহিত্যের একেকটি নুতন জানালা খুলে দেবে।” এই বইয়ের মাধ্যমে বাংলা ভাষায় কানাডীয় সাহিত্যের বিভিন্ন শাখা উপশাখা এবং এই সাহিত্যকে যারা সমৃদ্ধ করে যাচ্ছেন তাদের সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে। এরকম একটি উদ্দ্যোগ অবশ্যই প্রশংসনীয়।  পরবাসী ব্লগ.কমের পক্ষ থেকে সুব্রতদার জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন