সব কথা হয়নি তোমায় বলা
কত পাওয়া না পাওয়ার হিসেব কষেছি একাই ।
দিবে কি আমায় একটি দিন
একটি জ্যোৎস্না রাত, ক্লান্ত দুপুর অথবা একটি গোধুলী বেলা ।
নুন তেলের কাব্য আর দিন রাত্রির এ খেলায় তুমি হেরেই যাবে আমি জানি ।
তবু যদি দাও প্রতিশ্রুতি ,রেখো হাতে হাত, নিবে চুলের গন্ধ চিবুক ছুঁয়ে নাও ।
ফিরিয়ে দিব সেই সোনালী দিন, আমিও প্রতিশ্রুত। আমি তো নই কোন টবে সাজানো গোলাপ অথবা অর্কিড!
আমি এক
বন ফুল , মেঠো পথ অথবা ঝরা বকুল।
মনে পড়ে সেই যে বলাকারা গেল ঊড়ে আর আমাদের না বলা কথা গুলো হলো না জানা ।
ক্ষতি কি যদি দাও এক টি বকুল মালা , রাখো হাত রাখো হাতে !
তবুও বন্ধু এসো
একবার, শুধু একবার এই অবেলার স্রোতে ।