অদৃশ্য খাঁচায় বন্দি জীবন ।
এরও এক অন্যরকম রূপ আছে,
সৌন্দর্য্য আছে ।
এরও এক অন্যরকম সুখ আছে,
কষ্ট আছে ।
আযান উচ্ছ্বাস উলু আর শঙ্খ ধ্বনিতে,
আগমন যে জীবন,
নির্গমন ততটাই নিঃশব্দে ।
হিসেবের শতছিন্ন টালিখাতা,
সেও হারিয়েছি কবেই,
শেষ হালখাতার স্মৃতিটাও আজ ঝাপসা প্রায় ।
রাজকুমার যখন ময়ুরপঙ্খি নাও ভাসিয়ে,
রাজকুমারীর ঘাটের সন্নিকটে,
পশ্চিম আকাশে তখন গাঢ় মেঘ।
নিঃশব্দ প্রলয়ঙ্করী ঝড় ,
লাল পেড়ে বেনারসীর আঁচল জলে ভাসে,
রাজকুমারী নাকি অপেক্ষায় ছিলো খেয়াঘাটে ।
অতঃপর আমি
মহাকালের পথে পথে হেঁটে চলি,
অস্তযাত্রার অন্বেষণে ।।।