ইচ্ছে করলেই শব্দ সম্ভারে সাজাতে পারি
জীবন স্বপ্নের সব দ্বার
মাদকের ঘোরে কেউ কেউ যেমন
উড়ে আত্মবিশ্বাসের বুদবুদে
চাঁদের সুরকিতে গড়ে ঠিকানাহীন ইমারত
বা
অহেতুক দুঃখ বিলাসের রংঙে আঁকে
রাহুগ্রস্ত হতাশার অধ্যায়।
হেঁটে যেতে পারি পূরণ হাজার পাতায়
যত ইচ্ছে..
আদ্যপান্ত খোঁড়াখুঁড়ি করতে পারি
বিসর্জিত ভালোবাসার
ফেলে আসা মজা পুকুরে।
দিতে পারি বর্ণনা নিখুঁত
খুঁটিনাটি সব..
প্রথম বেশ্যা মিলনের
পথ হারানো সন্ধ্যায়।
কি আসে যায় কে তুমি কি ভাবো
আমি তো আমিই।
সম্ভব অনেক কিছুই..
সহজ স্বীকারোক্তি
বাস্তব -পরাবাস্তব
আত্মধ্বংসী জীবনের খেলায়..
শুধু অসম্ভব এক প্রাচীরের মুখোমুখি দাঁড়াই
যখনই ভাবি একবার..
অন্তত একবার..
উল্টো করে সাজাই
মুখোশের আড়ালে পৃথিবীর
এই অবয়ব।।
ফরিদ তালুকদার / জুলাই ২০, ২০১৮