ভুঁইফোড় কিছু আগাছার জন্ম হোক, বেড়ে উঠুক নিজস্ব নিয়মে
পরিপাট্যের অহংকারে সাজানো কোন পুষ্পের বিতান নয়,
নির্ভেজাল ভুঁইফোড় কিছু আগাছার হোক বিস্তার
সূর্য উঠুক প্রাকৃতিক অরণ্যের শেখরে
কিছু বাতাস না হয় বয়ে যাক উদভ্রান্ত উপদ্রবহীন…
বুকের চৌচির সীমান্তের চারপাশ দুলিয়ে
কিছু কথা, আবোল তাবোল কিছু কথা, কিছু শব্দ সংহতি
না হয় পেয়ে যাক বাণীর মর্যাদা, হয়ে যাক বিধান

আকাশ নেমে এসেছে দিগন্তের সিঁড়ি বেয়ে
পৃথিবীর মান্যবর্গদের শোনাবে মিথ্যের এক তারে বাঁধা কিছু সত্যের গান
মিথ্যের হৃষ্টপুষ্ট প্রসারই তো জীবনের সবচেয়ে বড়ো গোপন ধন
তাই চলুক এই আয়োজন ধুন্ধুমার…

শহরের পেন্টহাউজ, গ্রন্থাগার, উপাসনলয় আর স্কুল থেকে সরিয়ে ফেলা হোক
পুরনো বাণী-বিধানের সব কিতাব
অকেজো ওসব এখন…
বিবর্তিত ঐ মুদ্রিত অক্ষরের কথারা সব, হাজার বছরের চর্চায়…
চৌকস খুনীর হাতে কালো রুমালে মোড়ানো নিখুঁত শানিত অস্ত্র এখন
সুদৃশ্য প্রচ্ছদের নীচে লজ্জাহত নতমুখ তাই কিতাবেরা,
খুব মুষড়ে পড়া অবয়ব ওদের
মুক্তি খোঁজে আসন্ন তিরোধানে, সরিয়ে ফেলা হোক তাই
ওখানে এখন স্হান পাক মনুষ্যত্ব সংগার নূতন অভিধান
কোন ইউটোপিয়া আদর্শবাদ নয়
নুতন অভিধানের প্রতি লাইনে থাকবে জীবনের সত্য থেকে তুলে আনা বয়ান

অর্থই যেখানে মহান জীবনের একমাত্র কারিগর…
ভোগ যেখানে জীবনের আরাধনাকে করে আকাশ সমান মহীয়ান
পৃথিবীর চিতায় পেন্ট হাউজের অগ্নি সত্যের এই পাঠই এখন তাই
লেখা থাক উপাসনালয়ের দুয়ারে দুয়ারে…
শেখানো হোক স্কুলে-মাদ্রাসায়, উচ্চতর শিক্ষায়…
নূতন করে লেখা হোক অলিম্পিকের উদ্বোধনী সংগীত
শান্তির পায়রা নয়, আকাশে উড়িয়ে দেয়া হোক এক ডজন শকুনের লাল ঠোঁট…

মানুষ মুক্ত হোক মিথ্যেবাদীর অপবাদ থেকে!

_______ফরিদ তালুকদার… / সেপ্টেম্বর ২৫, ২০২০

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন