স্বপ্ন এবার সত্যি হবে
আকাশ ছোঁবে তুমি
ইচ্ছেগুলি পাবে খুঁজে
তাদের চারণভূমি।
ভাগ্যটা তো তোমার হাতে
নাও না গড়ে তারে
ফুল ও শাখায় ভরবে যে ডাল
যতন করো যারে ।
মুখটা কেন করবে যে ভার
তাদের কথা শুনে
যারা শুধু বলবে কথা
তোমায় অকারনে।
কারো হাতের পুতুল তো নও
নও যে কারো দাসী
ইচ্ছে গুলো পূর্ণতা পাক
ঝরুক হাসি রাশি।
নর নারী নাই ভেদাভেদ
বন্ধু ভাব যারে
শ্রদ্ধাটুকু করে যেজন
ভালবেস তারে।
দিয়েই শুধু যাবে তুমি
না করে প্রত্যাশা
এমন কেন ভাবে তারা
এ যেন দূর আশা।
নয়তো তুমি বোঝা কারো
তুমিই বহ বোঝা
মানতে তাদের এই কথাটা
নয়তো অত সোজা।।