আজকে আমার মন হয়ে যাক বৃষ্টি ধোয়া
অনুভবে দমকা হাওয়ার শীতল ছোঁয়া
বৃষ্টি নামুক টিনের চালে কিংবা ছাদে
এমন দিনে মনকে বল কে আর বাঁধে?
উড়ছে সেতো হাওয়ায় হাওয়ায় ডানা মেলে
যাচ্ছে সেতো ছুঁয়ে ছুঁয়ে হেসে খেলে
তুমিও তো ভাসতে পারো মেঘের ভেলায়
গল্প কথায় মাতবো দুজন সুরের খেলায়।
দূর পাহাড়ে ডাকবে তখন বৃষ্টি কুহক
মেঘ বলাকা হবে তখন মোদের বাহক
বন ময়ূরী নাচবে তখন পেখম তুলে
দেখবো মোরা সেই সে নাচন সব যে ভুলে।
ভরবো তখন ডালাখানি কদম ফুলে
একটা না হয় পরিয়ে দিও আমার চুলে
সাদা হলুদ ফুলটি রেখো মনের ঘরে
খেয়াল রেখো ফুলটি যেন যায় না ঝরে।।