যুদ্ধ জয় করার মতো টিকিটখানা হাতে আসতেই
ঝলমল করে উঠলো মন
তারপর অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা
কখন পৌঁছবো বাড়ীর আঙ্গিনায়
যেখানে মা আছেন দাঁড়িয়ে সারাদিন বহু কষ্টে
যত্ন করে রান্না শেষ করে।
বাবা আছেন বসে বারান্দার চেয়ারে
সতর্কে দৃষ্টি রাখছেন প্রতিটি রিক্সার দিকে
আর সামনেই বাঁধা আছে কোরবানীর লাল গরুটি।
এসব ভাবতে ভাবতে বহু কাঙ্ক্ষিত টিকেট খানা পকেটে রেখে
রওয়ানা দেই গাবতলীর দিকে বাস ধরার মানসে
পথের ট্রাফিক জ্যাম পেড়িয়ে পায়ে হেটে পৌঁছে যাই
স্বপ্নের মহারথে ।
পাশ দিয়ে ডেকে যায় , হাক দিয়ে যায় কাগজ ওয়ালা, পানি ফান্টা,
বা-দা-ম, ঝাল মুড়ি—-
সামনের সিটেই বসে আছে তরুণী হাসি মাখা মুখে
তাকিয়ে আছে আমার দিকে
আমার চোখে চোখ পড়তেই সে তাকালো বাইরের দিকে
আমি তাকিয়ে থাকি স্বস্তি নিয়ে, ভাল লাগা নিয়ে
হাতে তুলে নেই পত্রিকা উল্টাতে থাকি পৃষ্ঠা
কি খুঁজি তাতে! নিজেও জানি না ।
হঠাৎ সম্বিৎ ফিরে পাই বন্ধুর ডাকে
বাস চলতে শুরু করে কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে ।