ইচ্ছে করে লিখতে আমার অনেক কিছু
স্মৃতিরা সব সামনে দাঁড়ায় নেয় যে পিছু ।
লাল নীল সব স্মৃতি গুলো ধূসর যেন যায় না দেখা
যায় পালিয়ে শব্দগুলো যায় না লেখা।
নীলপদ্ম অমরাবতী শুকিয়ে গেছে হাতের মাঝে
গন্ধ তারা বিলায় না আর সকাল সাঝে।
রাজহাঁসেরা পথ হারিয়ে ভেসে গেছে কোন সুদূরে
হৃদয় বীনা বাজে না আর সপ্ত সুরে।
আঁধার রাতে জোনাক এখন দেয় না আলো
পূর্ণিমাতেও রাতকে লাগে ভীষণ কালো।
একতারাটা হারিয়ে গেছে কোন সে গাঁয়ে
গায় না মাঝি গলা ছেড়ে সেই সে নায়ে।
কান পেতে রই বাজবে বাঁশি আপন সুরে
গাইবে পাখি ফুটবে যে ফুল ভুবন জুড়ে।
ফুলের রংয়ে পাখির গানে মাতবে ভূবন
ঝর্নাধারায় শব্দগুলো আসবে তখন।।