সাতশত কোটি জঞ্জাল এর ভিড়ে
প্রত্নতাত্ত্বিক কোন গুহায়
এখনো খুঁজে ফিরি নিজস্ব অধিবাস
পরিচয় আর কিছু নেই
যদি বলো ক্রীতদাস
সেও তো ছিলো কোন মানুষেরই নাম
সভ্যতার শিরোনাম হতে চেয়েছো যা কিছু
পিঠে চাবুকের চিহ্ন এঁকে এঁকে করে গেছি সব
পিরামিড প্রস্তরে পূর্ব পুরুষের স্বেদ বিন্দুর ছাপ
এখনো যে বয়ে নিয়ে যাই নীল ধমনীর ধারায়
মরুর প্রান্তরে গড়েছি মরু স্বর্গ
মনোরঞ্জনের বধ্য ভূমিতে
হয়েছি গ্লাডিয়েটর কখনো
নেফারতিতি, টুটেনখামেন
নিরো, জুলিয়াস সিজার
এভাবেই..
এখনো তোমরা সমৃদ্ধ করো ইতিহাস
কাচের ভাঙা আরশিতেও নয়
রক্তের লাল স্রোতে সিক্ত প্রাচীন ধূলোয়
এখনো খুঁজে বেড়াই কোন এক পূর্ব পুরুষের নাম
খুঁজি আত্ম পরিচয়
সৌহার্দ্যের সাজানো বুলিতে
একটি একটি করে উল্টে যায় দিনপঞ্জির পাতা
আরও ঝাঁঝালো, আরও শানিত, আরও জমকালো হয়
তোমাদের রূপ
লোকালয় থেকে পৃথিবী প্রান্তর
গ্রাস করে সব
আরও আরও উপরে উঠে যায় তোমাদের সোপান
আর ভূমধ্যসাগরের তলদেশে
এখনো হয় আমাদের শিশুদের নামহীন অস্হির সমাহার
ঠোঁটে শান্তির বাণী
হাতে চিয়ার্স এর গ্লাস
আকাশে আতশবাজির স্বাগতম
অধীর চিত্ত তোমাদের টগবগে ছোটে
নূতন বছরের দোর গোড়ায়
ন্যুব্জ গর্দানে গোড়ালির ক্ষত মুছতে মুছতে
আমি বলতে পারি না
তুমি আরও একটু অপেক্ষা করো ২০২০
আমার একটি পা
এখনো যে শেকলে বাঁধা..!?
ফরিদ তালুকদার / ডিসেম্বর ২৭, ২০১৯