তোমার অপেক্ষায় শেষ তরীটাও চলে গেলো বলে , –
হাতে হাত রেখে কতজনই পাড়ি জমায় গন্তব্যে;
তুমিতো আসলেনা প্রিয়তমা ।
মান্ডালের গ্রীষ্মগুলো চিরাচরিতভাবে অপূর্ব,
রূপবতী সবই , মায়াময় এ দেশ,
প্রেমে ভরা স্টাভাঙ্গার, বার্গেন, অসলো শহর ,
অনেক কিছু দেখাবো বলে অপেক্ষমান থাকি ,
কত যাত্রী চলে গেলো, কত তরী পাড়ি দিলো গন্তব্যের পানে ,
শুধু তুমিই আসোনা ।
নরওয়ের অপূর্ব গ্রীষ্মগুলো দেখাবো বলে –
খেঁয়া ঘাঁটে দাঁড়িয়ে থাকি,
কত তরী তীরে ভেড়ে, কত তরী চলে যায়।
শেষ তরীটাও গন্তব্যে চলে গেলো বলে , –
খেঁয়া ঘাঁটে শুধু তোমার দেখা নাই।
সমরেশের দীপান্বিতা, জীবনানন্দের বনলতা , আর আমার তুমি ,
শুধু কাব্যই নও-
রাজরানী তোমরা
শিলিগুড়ি, নাটোর, আর সিলেটের রাজরানী।
বৎসর আসে, বৎসর যায়-,-
কত তরী আসে, কত স্রোত সমুদ্রে মিশে,
দীপান্বিতা, বনলতা আর তুমি -সমরেশ, জীবনানন্দ আর আমি,
তোমরা আসবে বলে দাঁড়িয়ে থাকি –
হাতে হাত রেখে শুধু গন্তব্যে,, শুধু গন্তব্যের অপেক্ষায়।
Mandal, Norway