ফ্লোরিডা থেকে:-
চাঁন্দে চাঁন্দে মিলন হইল চাঁন্দের জ্যোছনায়
চাঁন্দে কান্দে চাঁন্দের বুকে চাঁন্দ যে চইলা যায়
শহরে মাঠে বর্গী হাঁটে
লাশের মিছিল ঘাটে ঘাটে
চাঁন্দ যাইতাছে অস্ত্র হাতে বর্গী খেদাইতে
“ভয় নাইরে ভয় নাইরে চাঁন্দের রাইতে
সাদা পালে মুক্তির নাও আকাশে ভাইসা যায়”
চাঁন্দে চাঁন্দে মিলন হইল চাঁন্দের জ্যোছনায়
চাঁন্দে কান্দে চাঁন্দের বুকে চাঁন্দ যে চইলা যায়।
“চাঁন্দ যে চইলা যায় ওরে চাঁন্দ যে চইলা যায়
চাঁন্দ যে চইলা যায় এই চাঁন্দের জ্যোছনায়
লাঙ্গল ছাইড়া অস্ত্র হাতে
আগুন চোখে পায়ের ঘাতে
প্রেত পিচাশের লৌহকারা ভাইঙ্গা দিতে চায়”
চাঁন্দে চাঁন্দে মিলন হইল চাঁন্দের জ্যোছনায়
চাঁন্দে কান্দে চাঁন্দের বুকে চাঁন্দ যে চইলা যায়।
চাঁন্দ গিয়াছে চাঁন্দের রাইতে
চাঁন্দ গিয়াছে বর্গী খেদাইতে
বর্গী এখনও শেষ হয় নাই ?
চাঁন্দ এখনও ফিরে আসে নাই
চাঁন্দের যৌবন চাঁন্দের পথ চাইয়া
শূন্য মাঠে ধানের ক্ষেতে আছে লুটাইয়া …..
চাঁন্দে চাঁন্দে হয়না মিলন চাঁন্দের জ্যোছনায়
চাঁন্দে কান্দে চাঁন্দের লাইগা চাঁন্দ যে আসে নাই।
শিহাব/ ডিসেম্বর ৮,২০১৫