ফ্লোরিডা থেকে:-

কিছু কাজ তুমি খুব নিপুন ভাবে করো
এই যেমন মাছ রাঁধো তুমি
কালাজিরা আর কুমড়োর ছালের ভর্তায়
তোমার চুড়ির টুং টাং আওয়াজ
ভাজা বক ফুলে সীমাহীন যত্নের মত
তুমি কষ্ট দাও , কত কষ্ট দাও …
ঘুঘুর গান বুকে এসে লাগে
বৃষ্টির আর্দ্রতা চোখে
মেঘ কি আর মেঘদূত হয় এই কালে ?
কষ্ট কি ধরা যায় জালে?
ভালোবাসায় সবটুকু পূর্বরাগ আছে
তবু যেতে পারিনা কংক্রিটের ফ্লাইওভারের
সরু মুখগুলো
আর জানালায় কদমের ডালে সন্ত্রাসী কাক ।
তোমার নীরবতায় ঝাল এত বেশী
কালো ,বদ্ধ, দুর্গন্ধময় নদী গুলো যেমন
ভালো লাগেনা ,লাগেনা ,
ভুট্টার মত মোড়কে মোড়ানো নারী অবয়বহীন
আমি এক ঘুঘুর বুকের যন্ত্রনার কন্ঠ
নি:স্বারিত রক্ত
আমি হারানো পথের দীর্ঘ দীর্ঘনি:শ্বাস
হারানো বিশ্বাস
আমি কি করবো জানিনা
কি করবো , কি করবো এই জঙ্গলে ?
তবুও বলে যেতে পারি আর নাই পারি
জেনো
আমি তোমাকে ভালোবাসি বাংলাদেশ
ভীষন ভালোবাসি, ব্যর্থ প্রেমিকের মত ।

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন