আবরার তোমার জন্য শোক না
আমি গর্ববোধ করছি।
তুমি ক্ষনজন্মা
তুমি তোমার এক লেখনিতে সবাইকে জাগিয়ে দিয়ে গেছো।
তোমার লেখায় মানুষরূপী পশুদের পশুত্ব জেগে উঠেছে
তোমার লেখাকে ওরা এট্ম বোমা আর গ্রেনেডের শক্তির মত ভেবেছে
তাই তো ওরা ঝাপিয়ে পড়েছে তোমার উপর
তোমার হাড় পাজর ভেঙ্গে দিয়েছে পৌশাচিক উল্লাসে
নির্মমভাবে তোমাকে ওরা হত্যা করেছে
খালি করে দিয়েছে তোমার বাবা মায়ের বুক
কেড়ে নিয়েছে এক মধ্যবিত্ত পরিবারের সকল আশা।
তুমি চলে গেছো
কিন্তু তোমার শোকে আজ কাঁদছে সারা দেশ সারা পৃথিবী
জাতিসংঘের নেতারা আজ শোকে বিলাপ করছে তোমার জন্য
সব কিছু যেন থমকে গেছে তোমার হৃদস্পন্দনের মত।
তুমি ঘুমাও শান্তিতে আবরার
তোমার হয়ে কোটি কোটি আবরার আজ ফুসছে
জ্বলে উঠার প্রত্যয় নিয়ে
বাংলার মাটিতে তোমার ঘাতকদের বিচার হবেই
তুমি দেখে নিও আবরার
দেখে নিও।।