তোমার পানে বাড়ানো হাতগুলো,
অবেলায় যদি নিরাশ্রয় হয়,
তাতে দোষ নাই কোনো ! হতাশারও নাই কিছু !!
ঠিক ২২ বসন্ত আগে –
শিশিরের কণা ভেঙে হেটে চলা সে কিশোরী, 
সুরমার স্রোত, বনুয়ার শঙ্খচিল কেউই তো কথা রাখেনি !
একাকী এ মন নিয়ে নীরবে –
নিসঙ্গ এ পথ ধরে হেটে এসেছি অনেকটা দূর –
তাই তোমার ফিরিয়ে দেয়া নিরাশ্রিত হাতগুলো নিয়ে 
চলমান জীবনটা চালিয়ে নেবো ঠিকই আগের মতন। 
যে শঙ্খচিল, যে কিশোরী কথা রাখেনি সেদিন, তাদের কি আর মনে রাখা যায় ?
যে স্রোতগুলো হারিয়েছে সুরমায়, 
তাদেরই বা খুঁজে ফিরে কি লাভ বলো ??

তাই,—
তোমার পানে বাড়ানো হাতগুলো,
অবেলায় যদি নিরাশ্রয়ও হয়,
তাতে দোষ নাই কোনো ! হতাশারও নাই কিছু !!

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন