জগৎ জুড়ে ফটিকের দল হারায়ে মনের বল
জমাট আধাঁরে জ্ঞানের খোঁজে না পায় জলের তল
সাধু ভন্ডের গলক ধাঁধায় সঠিক নেতা খুঁজে নাহি পায়
তন্ত্রমন্ত্রের পসরা সাজিয়ে নেতারা বাদ্য বাজায়
ফটিকের দল দেয়ালে দেয়ালে পোষ্টার সেঁটে দেয়।
করনা অথবা প্রতিহিংসার দামামা বাজে চারিদিকে
দিল্লি কাশ্মীর প্যালেস্টাইন এর পথে মরদেহ পড়ে থাকে
করনাই বলো বা দেশ নেতা বলো চরিত্র সবারই একই
চেটেপুটে খায় মানব রক্ত কিছুই থাকে না বাকি।
বোকা খালাসিরা জল মেপে চলে সুর করে গায় গান
ট্রেড নেতারা আড়ালে দাড়িয়ে মুচকি হেসে খায় জর্দা পান।
ওরে ফটিক, ওরে অবুঝ,ঝেড়ে ফেল ভয় ডর
ঘুমের ঘোরে প্রলাপ না বোকে
রশি দিয়ে তোরা জল না মেপে
সময় এসেছে, টুঁটি চেপে ওদের ধর।