জগৎ জুড়ে  ফটিকের দল হারায়ে মনের বল
জমাট আধাঁরে জ্ঞানের খোঁজে না পায় জলের তল
সাধু ভন্ডের গলক ধাঁধায় সঠিক নেতা খুঁজে নাহি পায়
তন্ত্রমন্ত্রের পসরা সাজিয়ে নেতারা বাদ্য বাজায়
ফটিকের দল দেয়ালে দেয়ালে পোষ্টার সেঁটে দেয়।
 
করনা অথবা প্রতিহিংসার দামামা বাজে চারিদিকে
দিল্লি কাশ্মীর প্যালেস্টাইন এর পথে মরদেহ পড়ে থাকে
করনাই বলো বা দেশ নেতা বলো চরিত্র সবারই একই
চেটেপুটে খায় মানব রক্ত কিছুই থাকে না বাকি।
বোকা খালাসিরা জল মেপে চলে সুর করে গায় গান
ট্রেড নেতারা আড়ালে দাড়িয়ে মুচকি হেসে খায় জর্দা পান।
 
 
ওরে ফটিক, ওরে অবুঝ,ঝেড়ে ফেল ভয় ডর
ঘুমের ঘোরে প্রলাপ না বোকে
রশি দিয়ে তোরা জল না মেপে
সময়  এসেছে, টুঁটি চেপে ওদের ধর।
 
 
 
পূর্ববর্তী নিবন্ধপ্রবাসে ঈদুল ফিতর উদযাপন
পরবর্তী নিবন্ধতথ্যের নেশা ! আগুন নেভাতে হলে পানি ঢালতে হবে, আগুন নয় !!!
জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন
জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন (জন্ম: ১৯৬৬ ), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে উন্নয়ন কর্মী হয়ে দেশীয় ও আন্তজার্তিক অবাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকুরী শুরু করেন এবং তখন থেকেই লেখালেখিতে মনোনিবেশ। তবে লেখালেখি শুরুটা ছিল সেই হাইস্কুল জীবনে পাড়ার বড় ভাইদের প্রকাশিত ম্যাগাজিন 'অবসর' নামক পত্রিকার মাধ্যমে। ২০০৩ সালে কানাডায় সপরিবারে স্থায়ী ভাবে বসবাস শুরু করে, আবারও পড়াশুনা, প্রথম Humber College থেকে সোশ্যাল সার্ভিস বিষয়ে দুই বছরের ডিপ্লোমা, পরে University of Guelph থেকে ফ্যামিলি & কমিউনিটি সোশ্যাল সার্ভিস বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়ে আবারও উন্নয়ন কর্মী হিসাবে রেজিস্টার্ড সোশ্যাল সার্ভিস ওয়ার্কার হিসাবে ২০১০ সাল থেকে অদ্যাবধি টরেন্ট ভিত্তিক বিভিন্ন অবাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকুরীর করছেন । লেখকের কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক গল্পপ্রবাসী ব্লগ, কানাডা ভিত্তিক একটি সাপ্তাহিক বাংলামেইল পত্রিকায় এবং মাসমিডিয়াতে ব্যাপক সাড়া পাওয়ার পরে ঢাকায় ২০২৩ সালের একুশে বইমেলায় লেখকের তিনটি বই হোমলেস, সিঙ্গেল মাদার, জোসনা ম্যানশন উপন্যাস আকারে প্রকাশিত হয় । বর্তমানে হাউজ হাজব্যান্ড নামে লেখকের আরেকটি জনপ্রিয় ধারাবাহিক কে উপন্যাস হিসাবে ২০২৪ সালের ঢাকা একুশে বইমেলায় প্রকাশিত হওয়ার অপেক্ষায় আছে । মুক্তিযুদ্ধ বিষয়ক লেখকের একটি জনপ্রিয় গল্প 'শেকড়' ২০২১ সালে বাংলাদেশের বুকল্যান্ড প্রকাশনা থেকে ৫০ লেখকের ভাবনা নিয়ে পঞ্চাশে বাংলাদেশ গ্রন্থে প্রকাশিত হয়েছিল। গল্প/উপন্যাসের পাশাপাশি কবিতা, প্রবন্ধ লেখা ছাড়াও খেলাধুলা নিয়েও লেখকের অনেক লেখা রয়েছে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন