♪♪♪♪♥—+++++*—πππ♪
♦♪♪
এক পশলা বৃষ্টি দিলাম,
তোমাকেই শুধু এ ভোর বেলায়!
বাকী কথা হবে সন্ধ্যায়।
এরই মাঝখানে সুর শোন প্রাণপনে তুমি,
যেন বৃষ্টি না থেমে যায় বুঝি।
অবিরাম জলধারা তোমার ঐ পথে
যদি কাঁটা হয়ে যায়, বন্ধু আমায় ডেকো,
আমায় ডেকো, একশত বার।………